Blogger templates

অবিচ্ছেদ্য বিশ্ব গড়ছে ফেসবুক!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই মধ্যে মাসিক ১০০ কোটি সক্রিয় (অ্যাকটিভ) গ্রাহকের পছন্দের গণমাধ্যম হয়ে উঠেছে। তাই এর শেষ গন্তব্য কোথায়। আর কোন অঙ্কে গিয়েই ঠেকবে এর সীমানা। এসব প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে চলে আসছে।


২০০৪ সালে ফেসবুকে যাত্রা শুরু। মাত্র ৮ বছর না যেতেই ১০০ কোটি সক্রিয় গ্রাহকের যোগাযোগ মাধ্যম এখন ফেসবুক। সব মিলিয়ে ১০৫ মাসের এ মাইলফলক পুরো বিশ্বের ভবিষ্যৎ ভাবনার গতিপথকেই বদলে দিয়েছে। বলতে গেলে অমোচনীয় চমক সৃষ্টি করেছে। আগামী বছরেই ফেসবুক ১১০ কোটি সক্রিয় গ্রাহকের যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে পারে। এমন সম্ভাবনার কথাই বলছে ফেসবুকের সচিত্র পরিসংখ্যান চিত্র।

২০০৪ সালে ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করে মাত্র ১০৫ মাসের ব্যবধানে ফেসবুক এখন শতকোটি মানুষের কাছে সক্রিয় মাধ্যম। এটা নিছক কোনো তুচ্ছ বা স্বাভাবিক ঘটনা নয়। বরং ভবিষ্যতের যোগাযোগ মাধ্যমে হালচিত্র সমূলে বদলে যাওয়ার আভাস বহন করে।

বিশ্লেষকদের কাছেও এসব সমীকরণ দারুণ সব ব্যাখ্যার দাবি করছে। আসলে নিকট ভবিষ্যতের যোগাযোগ চেহারা কিভাবে বদলে যাবে তাও একটা জটিল ভাবনা দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, শুরুর মাত্র ৫৫ মাসে ১০ কোটি গ্রাহক। পরের ৮ মাসে দ্বিগুণ। অর্থাৎ ৬৩ মাসে ২০ কোটি। আর ৬৮ মাসে ৩০ কোটি গ্রাহককে নিবন্ধিত করেছে ফেসবুক। একে তো নব্য ঘরানার সামাজিক মাধ্যম তাতেও অবিশ্বাস্য এক মাইলফলক সৃষ্টি করেছে এ গণমাধ্যমটি।

এ অপ্রতিরোধ্য গতিতে ফেসবুকে গন্তব্য কোথায় তা নিশ্চিত নয় কারো কাছেই। তবে ২০১৩ সাল নাগাদ বছরে ২০ কোটি গ্রাহক বৃদ্ধির হিসাবে এ অঙ্কটা ১২০ কোটি ছাড়িয়ে যাবে। এটা প্রায় সুনিশ্চিত। বিশ্লেষকেরাও এ সমীকরণ নিয়ে দারুণ বিপাবে পড়েছে।
Share this article :
WELCOME to my 1st Bangla blog site. We can give all Exclusive news as soon as possible.

BREAKINGN NEWS

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. All INFO Zone - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger